নমস্কার বন্ধুরা আজ আমারা তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু GK MCQ Question Answer. এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু General Knowledge MCQ দেওয়া হয়েছে আশা করছি সকলের উপকারে আসবে। আরো এই ধরনের Bengali GK MCQ, Online Mock Test, Free Study Material PDF, Latest Job News পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য নিরলস সহযোগিতা করে চলেছি। WBP Constable, PSC Clerkship, Food SI, Railway Group D সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Free Online Mock Test আয়োজন করে চলেছি। সেই প্রায়সেই আমাদের আজকের এই Bengali GK MCQ Question Answer. আরো এই ধরনের Bengali GK MCQ পেতে আমাদের ওয়েবসাইটটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তাদেরও চাকরির প্রস্তুতি নিতে সহজ হয়।
Bengali GK MCQ Question Answer
১) কোন স্তন্যপায়ীর হৃদস্পন্দন সবচেয়ে কম?
- হাতি
- নীল তিমি
- গন্ডার
- ইঁদুর
উত্তর
নীল তিমি
২) কুইনাইন হল-
- অ্যান্টিবায়োটিক
- উৎসেচক
- হরমোন
- উপক্ষার
উত্তর
উপক্ষার
৩) মানবদেহের সবচেয়ে বড় লসিকাগ্রন্থি কোনটি?
- যকৃত
- প্লীহা
- ডিওডেনাম
- অ্যালভিওলাই
উত্তর
প্লীহা
৪) প্রেসার কুকার মধ্যস্থ বাষ্পচাপ, বায়ুর চাপের কত গুণ হয়?
- ১ গুণ
- ২গুণ
- ৩ গুণ
- ৪ গুণ
উত্তর
২ গুণ
৫) কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক?
- কাঁচ
- জল
- শূন্যস্থান
- হাইড্রোজেন
উত্তর
শূন্যস্থান
৬) তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে?
- আকবর ও হেমু
- আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত
- পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরি
- উল্লেখিত কোনোটিই সঠিক নয়
উত্তর
পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘোরি
৭) ভারতের কোন গভর্নর জেনারেলের আমলে প্রথম বার ট্রেন চলাচল শুরু হয়?
- উইলিয়াম বেন্টিঙ্ক
- লর্ড কার্জন
- ওয়ারেন হেস্টিংস
- লর্ড ডালহৌসি
উত্তর
লর্ড ডালহৌসি
৮) “পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে” একথা প্রথম কে বলেছিলেন?
- কোপার্নিকাস
- রজার বেকন
- ব্রুনো
- গ্যালিলিয়ো
উত্তর
কোপার্নিকাস
৯) ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল কত সালে?
- 1857 সালে
- 1885 সালে
- 1905 সালে
- 1901 সালে
উত্তর
1885 সালে
১০) গান্ধীজীর রাজনৈতিক গুরু কে ছিলেন?
- গোপালকৃষ্ণ গোখলে
- দাদাভাই নরৌজি
- আর সি দত্ত
- রাজা রামমোহন রায়
উত্তর
গোপালকৃষ্ণ গোখলে
১১) ভারতবর্ষে সর্বাধিক পতিত জমি রয়েছে কোন রাজ্যে?
- রাজস্থান
- মধ্য প্রদেশ
- গুজরাট
- উত্তর প্রদেশ
উত্তর
রাজস্থান
১২) ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি?
- হিন্দুস্থান শিপ ইয়ার্ড
- গার্ডেনরীচ ওয়ার্কশপ
- কোচিন শিপ ইয়ার্ড
- মাজাগাঁও ডক
উত্তর
কোচিন শিপ ইয়ার্ড
১৩) নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে?
- ত্রিপুরা
- মেঘালয়
- মিজোরাম
- নাগাল্যান্ড
উত্তর
নাগাল্যান্ড
১৪) পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়?
- কোচবিহার
- মালদা
- মুর্শিদাবাদ
- বীরভূম
উত্তর
কোচবিহার
১৫) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেনীর অন্তর্ভুক্ত?
- সিঙ্গালিলা পর্বতশ্রেণী
- দার্জিলিং পর্বত শ্রেণী
- জয়ন্তী পাহাড়
- কোনোটিই নয়
উত্তর
সিঙ্গালিলা পর্বতশ্রেণী
১৬) পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার?
- 2145
- 2272
- 1617
- 3300
উত্তর
2272
১৭) ওজোন স্তর দিবস কবে পালিত হয়?
- 16 সেপ্টেম্বর
- 14 সেপ্টেম্বর
- 12 সেপ্টেম্বর
- 20 সেপ্টেম্বর
উত্তর
16 সেপ্টেম্বর
১৮) ‘টোটো’ হল একপ্রকার আদিম অধিবাসী, এদের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
- পশ্চিমবঙ্গ
- অরুণাচল প্রদেশ
- ওড়িশা
- তামিলনাড়ু
উত্তর
পশ্চিমবঙ্গ
১৯) কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়?
- দক্ষিণ আফ্রিকা
- ব্রাজিল
- ইউ. এ. ই.
- সুইজারল্যান্ড
উত্তর
সুইজারল্যান্ড
২০) ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?
- ওড়িশা
- ছত্রিশগড়
- ঝাড়খন্ড
- পশ্চিমবঙ্গ
উত্তর
ঝাড়খন্ড